নোটিশ বিস্তারিত

কিতাব,নাজেরা ও হিফয বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা

8 জুলাই, 2024

এতদ্বারা “দারুল উলূম নূরুল হারামাইন মাদরাসা”-এর কিতাব,নাজেরা ও হিফয বিভাগের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, কিতাব,নাজেরা ও হিফয বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা  আগামী ২সফর ১৪৪৬হিজরী মোতাবেক ৭/৮/২০২৪ ইং রোজ বুধবার  হতে অনুষ্ঠিত হবে।


(ইনশা-আল্লাহ) তাই, সকল শিক্ষার্থদেীরকে পরীক্ষার প্রস্তুুতি নেওয়ার সাথে সাথে বকেয়া বেতন এবং চলতি (আগষ্ট) মাসের বেতন ও ধার্যকৃত পরীক্ষার ফি আগামী ৫/৮/২০২৪ ইং তারিখের মধ্যে পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করার নির্দেশ দেওয়া হলো ।     

               বি:দ্র:  ইত্তেহাদ বোর্ডে র সিদ্ধান্ত অনুযায়ী ১৩ আগষ্ট পরীক্ষার পর হতে ১৫ আগষ্ট বৃহ:বার  পর্য ন্ত সকল ছাত্রদের তাবলীগে যেতে হবে ।                                                                                                                 ⇒ নিদের্শক্রমে --মুফতি হাফিজুর রহমান ।নাযেমে তালিমাত, অত্র মাদরাসা ।